যেন ফুটন্ত ফুলের মত মাগো
তোমার মুখের হাসি,
তোমার পায়ের তলায় স্বর্গ আমার,
মাগো তোমায় ভালবাসি।
জানি, তোমার মনে দুঃখ দিলে
মাগো খোদার আরশ কাঁদে
তোমার পাক বদনের অভিশাপে
পা দিতে হয় জাহান্নামের ফাঁদে।
তুমি মাগো নারাজ হলে পুত্রের তরে
তবে খোদাও ফিরে না চায,
কুলক্ষ্মী এসে দাঁড়ায় পথের 'পরে
সুখের সংসার অরণ্যে যায়।
মাগো তোমার নামেতে এত যে সুধা
কোথাও তুলনা খুঁজে না পাই,
একবার তোমায় ডাকলে মাগো
হৃদয়ের যত জ্বালা ভুলে যাই।
কিছুই চাহিনা, তোমার দোয়া মা
যদি আমার সাথে রয়
যতই আসুক অমানিশা,দূর্বিপাক
কোন কাজে তা বাঁধা যেন নয়।