ঐ মাটির ঘরে অন্ধকারে
কেমনে একা থাকব সই,
বলে দেনা তোরা সখী ঐ (আমায়)।।
ওরে ডাইনে বামে ঊর্ধ্বে মাটি
নীচে মাটির বিছানা
দম ফুরালে চোখ মুদিলে
মাটিই হবে ঠিকানা,
ওরে দালান বাড়ি, রঙিন গাড়ি
তখন ওসব থাকবে কই।।
ওরে আপন যারা কেহই তারা
সঙ্গে আমার যাবে না
বাত্তি ছাড়া আন্ধার ঘরে
কারোই দেখা হবে না,
ওরে দিলেই কবর আমার খবর
নিবে নাতো আর কেহই।।