পড় ‘লা-ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদ রাসুল।’
এই কলেমার গুণে পাবে
অকূলে যে কূল।।
এই কলেমা জপলে সদাই
আছান হবে মুশকিল রে ভাই
ওরে দমে দমে হরদমে তাই
থাক কলেমায় মশগুল।।
এই কলেমার পরশে তোর
নরম হবে কঠিন অন্তর
দুনিয়াতে এই কলেমার
মূল্য যে অতুল।।
খাঁটি দিলে তওবা করে
ঈমান আনো খোদার ‘পরে
ইহকাল আর পরকালে
এই কলেমাই মূল।।