ভালবেসে তোমার পাশে
থাকতে আমি চাই
তুমি ছাড়া যে এই জীবনে
কিছুই চাওয়ার নাই।।
ভালবাসায় এত ব্যথা
বুঝিনি তো হায়
তোমার স্মৃতি ক্ষণে ক্ষণে
আমারে কাঁদায়
আজ তোমায় ছেড়ে কেমন করে
থাকব বল তাই
ঘুমের মধ্যেও তোমার ছবি
দেখতে আমি পাই।।
বিশ্বাস তুমি করবে কিনা
মিথ্যে সে তো নয়
তোমায় ছাড়া থাকতে এখন
কষ্ট বড় হয়
আমার কষ্ট আমি জানি
চোখেতে ঘুম নাই
আমার মনের কষ্ট তোমায়
কি করে বুঝাই
কেমন করে মনের কথা
তোমাকে জানাই।