মন জানে আর আমি
কেউ তো জানে না,
পাগলী বিনে প্রাণ বাঁচে না (আমার)।।
সবারে তো প্রিয় কিছু
জিনিস আছে ভাই
আমারও তো প্রিয় জিনিস
আছে যে একটাই
সেইতো হলো পাগলী আমার
আর তো কেহ না।।
তোমার কাছে তোমার জিনিস
যেমন প্রিয় ভাই
আমার কাছে পাগলী তেমন
অতি প্রিয় তাই
পাগলী আমার জানের জান
আঁধার রাতের যেন চাঁন
তারে ছাড়া একটি রাতও
আমার কাটে না।।