ভেবে চিন্তে করিও কাজ
না হয় যে ভুল
ভুল করিলে দিতে হয় রে
ভুলের মাশুল।।
শুধু একটু ভুলের জন্যে জানি
ফেলতে হবে চোখের পানি
কাঁদতে কাঁদতে জনম যাবে
পাবে না তো কূল।।
ভুল যে করেছে সে পেয়েছে
ভুলের খেসারত
তাই করেছে সে নষ্ট নিজের
সুখের ভবিষ্যৎ
তোমার ভুলেই কাঁদবে তুমি
দেখবে মরু বিরান-ভূমি
আপন কর্ম দোষে তখন
ছিঁড়বে মাথার চুল।