ময়-মুরুববী সবাই কয়
ভালবাসা ভাল নয়
যারে তারে ভালবাসলে
সারা জীবন কাঁদতে হয়।।
ভাল কভু বেসো না তাই
জীবনটা যে হবে বৃথাই
ভালবাসায় পড়লে রে ভাই
থাকে না লোক লাজ-ভয়।।
প্রেমে আছে লাঞ্ছনা
আছে শত গঞ্জনা
আছে কন্টক ফুল,
মন না বুঝে প্রেমে মজে
কর না তাই ভুল।
একবার যদি কর ভুল
পাবে না তো কোন কূল
তখন সবার চক্ষুশূল
হবে যে নিশ্চয়।।