বন্ধু যদি হইত আমার
আমি হইতাম তার
দুজন মিলে ঘর বাঁধিতাম
প্রেম-ভালবাসার।।
মনে আমার অনেক আশা
বন্ধুর সনে বাঁধব বাসা
করব কতই রঙ-তামাশা
বলব সে কি আর ।
বন্ধু আমার নিঠুর কালা
বাড়ায় শুধু মনের জ্বালা
আমায় রেখে আজ একেলা
দিল পগার পার।।
বুঝল না সে মনের কথা
প্রেম বিরহের কীযে ব্যথা
ধিকি ধিকি জ্বলে যে তা
জীবনটাই অঙ্গার।
এখন নাম রটিল কলঙ্কিনী
কাঁন্দি আমি দিন রজনী
কি দোষ দেব তারে আমি
দোষ এই কপালটার।।