দাদার পরে দাদী গেছে
বাবাও গেছে মরে।
কেউবা গেছে আগে চলে
কেউবা যাবো পরে।।
থাকবে না ভাই এই দুনিয়ায়
চিরদিন তো কেহ
দম ফুরালেই থাকবে পড়ে
তোমার নিথর দেহ
কেউবা করবে কান্নাকাটি
কেউবা তোমায় দেবে মাটি
নিধুয়া পাথারে।।
ঐ রাজা বল, বাদশা বল
রেহাই কারো নাই
সাড়ে তিন হাত মাটির ঘরে
হবে একদিন ঠাঁই
বুঝেও যে বুঝো না ভাই
কেন করো মিছে বড়াই
ভবের এ সংসারে।।