ভবে এসে করলে কি মন
ভাবছ কি একবার
সময় গেলে সময় ফিরে
আসবে নাতো আর ।।
আমার গাড়ি আমার বাড়ি
ভাবছ শুধূ মিছে
সব ছেড়ে যে যেতেই হবে
একলা মাটির নীচে
ঐ মাটির দেহ মাটিই খাবে
মাটিই হবে সার।।
যখনরে মন তোমার নামের
সমন হবে জারী
থাকবে না আর এই দুনিয়ার
সকল জারীজুরি
খালি হাতেই যেতে হবে
ছেড়ে এ সংসার।।