এখনো ভাল হবার সময় আছে
ভাল হস্ তুই মন,
তুই পাবি না আর সময় পরে
এলে রে শমন।
ওরে মত্ত হয়ে খারাপ কাজে
জীবনটা তাই করলি বাজে
ও তুই পরকালের কথা একবার
করলি না চিন্তন।।
যত পাপ-পূণ্যের জেরা হবে
বিধির কোর্টে রে
কড়া–গণ্ডায় দিতেই হবে
হিসাব তোকে রে
পাপ করলেই সাজা হবে
হয় না কি ভয় মোটই তবে
ওরে আসলে সমন উপায় কোন
থাকবে না তখন।।