রোজ হাশরে দেব যখন
পুলসিরাতে পাড়ি
তুমি বিনে দয়ার নবী
কে হবে কাণ্ডারী।।
তুমি আমার দয়ার নবী
পূণ্য পথে ধ্যানের ছবি
দম ফুরালেই হবে ছাড়তে
সোনার দালান বাড়ি।।
দীন হীন এক বান্দা আমি
বেজায় গোণাগার
তুমি ছাড়া শেষ বিচারে
কে করাবে পাড়।
নাই যে আমার পাড়ের কড়ি
কোথায় পাব খেয়া তবী
তুমি ছাড়া বইব কেমনে
পাপের বোঝা ভারি।।