দিনে দিনে তরী আমার
পাপে হল ভারী
এই ভব দরিয়া পাড়ি দিতে
কে হবে কাণ্ডারী।
(দয়াল) আমার তরী ডুবু ডুবু
পারের আশা নেই যে কভু
তোমার নামের ভরসায় তবু
দেব সাগর পাড়ি।।
দুর্বিপাকে আছি পড়ে
পথের দিশা নাই,
কোথায় আছ দয়াল বন্ধু
তোমার দয়া চাই।
তুমি আমার পথের আলো
দূর করে দাও মনের কালো
আমার সারা জনম বৃথা গেল
গাই যে দুখের সারি।।