আজ দুখের ফাঁসি আমি
পরেছি গলে
ফিরবার পথ নাই
সারাদিন ভাসি তাই
চোখের জলে।।
মরি আমি ধুকে ধুকে
বন্দী জীবনে
ভেসে গেছে সব আশা
বরষার প্লাবণে
আর পালাবার পথ নাই
যন্ত্রণা বেঁচে যাই
মরণ হলে।।
এ অভাগীনি চির দুঃখির
কাহিনী কে শোনে
জমে আছে যত ব্যথা
আঁখির কোণে
আজ হারাবার পথ নাই
কারাবাসে আছি তাই
বন্দিনী বলে।।