আমার মন রে তুই খোদার দিকে
এবার ফেরাও মন
ও তুই এইভাবে আর এই দুনিয়ায়
থাকবি কতক্ষণ ।।
জেন্দেগী তোর গেল কেটে
শুধু শুধুই বেগার খেটে
ছয় চোরে যে করল চুরি
যা ছিল তোর ধন।।
পাঁচ ভূতেরই কুমন্ত্রণায়
করলি সদা পরের অন্যায়
শুধু হতাশ ছাড়া শান্তি যে তোর
জুটলো নারে মন।।
সারা জীবন কুকাজ করে
গোণায় অন্তর গেল ভরে
একবারো তো ভাবলি না মন
কি হবে এখন।।