আল্লা সময় থাকতে করিনি তো
তোমার বন্দেগী,
শুধু অপকর্মে কাটল আমার
তামাম জেন্দেগী।।
এই দুনিয়ার বাজে ধাঁন্দায়
ভুলে গেছি আল্লা তোমায়
আমি ভুলে গিয়ে প্রতিটি পায়
হলাম অপরাধী।।
আখের ভুলে দুনিয়া মাঝে
মত্ত হলাম খারাপ কাজে
এই দুনিয়ার মোহ গেল নাযে
তাইতো আমার–ই।।
(আল্লা) প্রতিপদে এই গোণাগার
তরফ করি হুকুম তোমার
ঐ বিচার দিনে তবে আমার
হবে উপায় কী ?