অজু গোসল করে রে ভাই
গিয়ে খোদার ঘরে
পাপ কলঙ্ক মুছে ফেলো
সাচ্চা নামাজ পড়ে।।
বৃথা কেবল কুকাজ করে
কাটালে ভাই জীবন ভরে
তাই বাকী সময় সুপথে চল
খাঁটি তওবা করে।।
ওরে জগৎ জুড়ে শান্তি খুঁজে
হলে পেরেষাণ
নামাজ ছাড়া শান্তি যে নাই
কেতাবে প্রমাণ
নামাজরে ভাই নিদান সাথি
নামাজ হবে গোরের বাতি
তোর অন্ধকার ঐ কবরখানি
ওঠবে আলোয় ভরে।।