আমরা নতুন আমরা কচি
নেইকো মনে ভয়।
জ্ঞানের আলোয় করব ভুবন
আমরা আলোকময়।।
কেউবা দেব সাগর পাড়ি
কেউ বানাব কলের গাড়ি
কেউবা করব বীরের বেশে
এ বিশ্ব ভুবন জয়।।
কেউবা হব রবীঠাকুর
কেউবা লালন কবি,
কেউবা আবার শিল্পী হয়ে
আঁকব সোনার ছবি।
কেউবা হব ইঞ্জিনিয়ার
কেউবা হব উকিল,মোক্তার
ভবিষ্যতের সকল আশা
সফল যেন হয়।।