ভালবেসে এক বুক জ্বালা দিয়ে
আমারে ভুলে গিয়েছ প্রিয়া,
পথের ভিখারী করে গো মোরে
পাষাণে বেঁধেছ হিয়া।।
একদা তোমারে আপন ছিলাম
এখন ভেবেছ পর,
আমারে একা ভাসায়ে অকূলে
বেঁধেছ সুখের ঘর
এত প্রেম-ভালবাসা সবে ভুলে
কেমনে রয়েছ নিঠুরিয়া।।
ভালবাসা মোরে করেছে সর্বহারা
তোমারে করেছে ধন্য,
আমি কূলের নামেতে কালি দিয়েছি
শুধু তোমারি জন্য।
তব ভালবেসেছি, পাগল সেজেছি
জেনেছি তুমি কত দরদিয়া।
পথের ভিখারী করে গো মোরে
পাষাণে বেঁধেছ হিয়া।