আমার নতুন গাঙে বান এসেছে
করছে পানি ছলাৎ ছল,
তাই না দেখে জুয়ান, বুড়ো
আনন্দেতে হাসছে অনর্গল।
সেই গাঙের জলে করতে গোসল
সকাল বিকাল ঘুরছে কেবল
ছোট বড় পাড়ার সকল
যত দুষ্ট ছেলের দল।।
ওরে সাঁতার দিলে ঢেউ লেগে যে
ভাঙবে গাঙের কূল,
কারো দেবো না তাই কাটতে সাঁতার
যতই বোঝুক ভুল
ওরে নামলে গাঙে দুষ্ট রনী
করবে ঘোলা গাঙের পানি
তখন একূল ওকূল ভাঙলে জানি
ঝরবে শুধু চোখের জল।।