বানাইয়াছে মাটির পুতুল
কোন সে কারিগর,
মন চায় তার খবর নিতে (এই)
কোথায় যে তার ঘর।
পুতুল নড়ে চড়ে তার ইশারায়
কথা বলে নিজের ভাষায়
কত হাসে কাঁদে পুতুল যে হায়
পুতুলগুলো কি সুন্দর (আহা)।।
ওরে রঙ-বেরঙের পুতুল কত
নাচে পুতুল চমৎকার
সময় হলে ঘুমায় পুতুল
রাত্রি যখন হয় আঁধার
সাদা কালো রঙিন পুতুল
নাচে গানে থাকে মশগুল
সেই আনন্দে আমরা বেভুল
রাখি না যে তার খবর।।