Boss এর মাথা নষ্ট আহা!
ভেপসা দারুণ গরমে,
কখন কাকে কিযে বলেন
মেজাজ থাকে চরমে।
ফ্যানের নীচে বসে একাই
ভকর ভকর করেন সদাই
কাজের নামে অকাজ করেন
দেখান ব্যতিব্যস্ত,
তামাদি সব হিসাব নিকাশ
বৃথাই করেন মুখস্থ।