সবুজ বনের আড়ালে ওই
ফুটল নতুন কেয়া,
বৃষ্টি পড়ে টাপার টুপুর
নদীতে নাই খেয়া।
মেঘে মেঘে ঢেকে গেছে
আকাশের সব তারা,
শিয়াল মশাই বিয়ে করে
বরষে মুষল ধারা।
মুষল ধারায় বৃষ্টি পড়ে
ঝুমুর ঝুমুর তান,
খোকা-খুকু নূপুর পায়ে
গায় যে খুশির গান।