নীল আকাশে উড়িয়ে যায়
ধবল সারস পাখি,
শাওনে দেখি আকাশ কালো
মেঘের ডাকাডাকি।
শুধু মুষল ধারায় বৃষ্টি পড়ে
ঝর ঝরানি গান,
গোটা সূর্য্য মেঘে ডুবু ডুবু
সারাটা দিনমান।
বানের জলে কুমির আসে
জল করে থৈ থৈ,
দেখ পদ্ম পুকুর ভরে গেছে
বানের জলে ওই।