টাকা দিয়েও পাইনি টিকিট
কোন গাড়িতে
ঈদে ঢাকা থেকে কেমনে যাব
গ্রামের বাড়িতে
আমি ভাবছি বসে তাই
যদি উপায় কিছু পাই
শেষে কষ্ট করে ছাদে চড়ে
রেল গাড়িতে
নাড়ির টানে ছুটে গেলাম
গ্রামের বাড়িতে
বাড়ি যেতেই হবে সবার
হোক না যে করে
ভিড় ঠেলে তাই কেউবা ওঠি
ট্রেনের ওপরে
ট্রেনের ছাদে রৌদ্র তাপেতে
লোকের ভিড়ে চাপাচাপিতে
আমি সুস্থ মানুষ অসুস্থ হই
দম প্রায়ই বন্ধ
তবু কষ্ট পেলেও লাগছে ভাল
ঈদের আনন্দ।
আহা! কিযে মজা ভারি মজা
ঈদের আনন্দ
আহা! ঈদের আনন্দ।