শোন শোন বলি তোমায়
ওরে মন পাগল,
এই দম ফুরালেই দমের গাড়ি
হবে রে অচল।
যখন বন্ধ হবে গাড়ির হাওয়া
শেষ হবে মন চাওয়া পাওয়া
সামনে পিছনে করবে ধাওয়া
ট্রাফিক অনর্গল।।
এই অচল গাড়ি লাগবে না যে
কারো কোন কাজে
একা থাকবে পড়ে মাটির ঘরে
অন্ধকারের মাঝে
যখন শুইয়ে তোরে দেবে মাটি
কেউবা করবে কান্নাকাটি
কেউবা আবার দুঃখ-শোকে
ফেলবে চোখের জল।।