সিলেটের রাজন নামের সেই শিশুটি
হলোই না হয় চোর,
কিন্তু তাকে যারা পিটিয়ে মারে
হাত দু’খানা পিছমোড়া করে
বেঁধে শক্ত করে খুঁটির ‘পরে।
তারা হয়ত কোন জারজ সন্তান,
মাদকাসক্ত কিংবা নেশাখোর।
তা না হলে কেউ কি হতে পারে
এমনতরো নিষ্ঠুর, বর্বর ?
একটু পানি খাবে বলে সেই শিশুটি
করে কত আর্ত-চিৎকার !
তবুও কসাইরা তারে দেয়নি পানি
হার মেনেছে নিঠুর সীমার।
ওরে মানুষ হলে পারত কি কেউ
করতে ওসব জঘন্য কাজ !
তাই মানুষ তো নয. পশু ওরা
সবার চোখে ঘৃণিত আজ।
রাজনের হত্যাকারী ঐ নরপশুদের
আমরা সবাই ফাঁসি চাই,
শিশু রাজন হয় যেন জান্নাতবাসী
দোয়া মাগি আমরা তাই।