এই দম ফুরালেই যেতে হবে
নতুন বাড়ি আজিমপুর,
খুব কাছাকাছি এসে গেছি
নাইরে সময় বেশী দূর।
নতুন বাড়ি নতুন ঘর
থাকতে হবে মাটির ‘পর
আর কেউ নেবে না তোর খবর
হৃদয় ভেঙ্গে হবে চুর।।
সাড়ে তিন হাত মাটির ঘর
নাই জানালা, নাই দুয়োর,
একাই থাকতে হবে তার ভেতর
আলো ছাড়া আঁধারপুর।।