মন আমার চায় যেতে
পবিত্র দূর কাবার পথে
যেখানে জন্মেছিলেন
মোহাম্মদ রাসূল।
সেখানে যেতে আমার
মনটা আজ হয়েছে ব্যাকুল।।
আমার সাধ আছে সাধ্য যে নাই
কেমনে যাব আরবে,
এই অধমে কাঁন্দি যে তাই
চোখের জলে নীরবে।।
এই গরীবের ইচ্ছে করে
যেয়ে সোনার মদিনায়,
জিয়ারত করব আমি
নবীজির পাক রওজায়।।
দেখব বলে কাবা শরীফ
আমার দুটি নয়নে,
যদি বাস্তবে না ঘটে খোদা
দেখাও যেন তা স্বপনে।।