আমার এ বুকে যে দিয়েছে আঘাত
কঠিন পাহাড় সম
আমি পেলে তারে পরাব মালা
ভুলে যাব এ বিষম জ্বালা
তারে দেব আমি আদর-সোহাগ
হৃদয়ের গভীরতম।।
আমার এ মনে দুখের অনন্ত শিখা
যেজন দিয়েছে জ্বেলে,
তারে নেব টেনে বুকেতে আমার
কোনদিন কাছে এলে।
দিয়েছে যে মনে বেদনার ভার
তবুও জানি সে বন্ধু আমার
ভালবেসে তারে জানাই কুশল
এই শুধু আনন্দ মম।