মনে কর, যদি বিনা ভোটে
কোন একদিন এ ভাগ্যে জোটে
চেয়ারম্যান পদের কর্তৃত্ব
কিংবা ধর দেশের কোন মন্ত্রিত্ব
তবে মন্দ বলো কী
পাঁচটি বছর লুটে পুটে
খাওয়া যাবে ঘি।
থাকবে ফ্রি গাড়ি বাড়ি
ঢাকায় হবে বাসা,
মাস পরেই পূরণ হবে
মনের অনেক আশা।
কোটি টাকার মালিক হব
অল্প কয়েক দিনে,
দেশের মানুষ এই আবুলকে
ফেলবে তখন চিনে।
রিলিফের মাল মেরে দিয়ে
কিনব নিজের গাড়ি
ফাওয়ের টাকায় বানাব এক
বিলাস বহুল বাড়ি।
একবার ক্ষমতাতে বসলে পরে
ভাগ্যদেবীর জোরে–
তখন এই আবুলকে ধাক্কা দিয়ে
নামায় বলো কে রে ?
পাঁচটি বছর থাকব পুরো
আরো থাকতে পারি,
যতই মানুষ মারুক জুতো
ক্ষমতা কী ছাড়ি ?
জানি যে খুয়েছে সেই বুঝেছে
কি জিনিস ক্ষমতা !
সন্তান হারার চেয়েও বড়
রাজ্য হারার ব্যথা।