পুঁচকে বেটা দুষ্ট ভারি
লাবিব-আল-ইমরান,
ঘরের ভেতর খেলা ধুলায়
ব্যস্ত সে দিনমান।
যতই তারে করি না-না
শোনে নাতো কোনই মানা
ভেঙ্গে ফেলে জিনিস পত্তর
খুশিতে গায় গান,
তুবও তাকে আদর করে
বাবায় চুমু খান।
শুধু এটা ভাঙে ওটা ভাঙে
ছুঁড়ে বোতল শিশি,
কখনো বা সে দুষ্টুমিতে
বালতিতে দেয় হিসি।
হাতের কাছে যা কিছু পায়
মুখে দিয়ে তাই শুধু খায়
কখনো কখনো ঘরে দোরে
পায়খানা করে শেষে–
সারা মুখে মাখে সে সব
মুচকি মুচকি হেসে।