সব সমাজেই কম বেশী
আছে ছিঁচকে চোর,
চোরের ভয়ে আমরা যে তাই
বন্ধ রাখি দোর।
চোরের কাজ তো চুরি করা
অবাক হবার কি ?
কিন্তু জুতা চুরির খবর শুনে
বসে তা ভাবছি
কোন্খানে হয় জুতা চুরি
প্রায়ই বল রোজ,
পড়তে এসে নামাজ তুমি
মসজিদে নাও খোঁজ।
ঈমামেরও হয় জুতা চুরি
মসজিদের ভেতর
যে নামাজে এসে এ কাজ করে
সে মানুষ না ইতর !