স্বামী করেন চৌকিদারী
আল্লাদে তাই আটখানা
গলায় দিয়ে রূপার মালা
দেখে বেড়ান গ্রামখানা।
মাস দুয়েক ঢাকায় থেকে
কথা বলেন ভুটানী,
টেরা চোখে চশমা দিয়ে
দেখান বড়ই ফুটানি।
বে-সুর গলায় চেঁচিয়ে সদাই
সারে গামা কিযে গান,
থ্যাবড়া নাকে নোলক পরে
সাজেন যেন রূপবান।
ঘরের ভেতর ক্যাসেট ছেড়ে
নাচন নাচেন পাহাড়ী,
চুলগুলো কি ফ্যাশন করে
শাড়ি পরেন বাহারি।
যতই সাজেন গোঁজেন তিনি
হীরের ফুলে বাঁধেন বিনি–
তবু যে ভাই বলবে সবাই
চৌকিদারের বউ তিনি।