রাত জেগে আনোয়ারের
লেখা পড়া করতে
ঝিমিয়ে যে আসে চোখ
তবু চায় পড়তে।
বলে সবাই, ভালো ছেলে
লেখা-পড়ায় ভাল সে,
তাই নিশ্চিন্তে এবারে সে
ফার্স্ট হবে ক্লাসে।
কিন্তু বাতি জ্বেলে ছবি এঁকে
শেষ করে তেল,
আজ অবশেষে দেখা গেলো
পরীক্ষায় ফেল।