‘খোকন’ বলে ডেকো না মা
‘খোকন’ আমি নই,
এখন আমি অনেক বড়
পড়ছি কত বই।
‘খোকন’ বলে ডাকলে মাগো
বুঝবে মানুষ ‘খোকা’,
তাই ছোট্ট বলে সব লোকে মা
ভাববে আমায় বোকা।
আমি এখন নইতো খোকা
পিচকুর বড় দাদা
সব কাজে মা ভয় দেখিয়ে
দিয়ো না আর বাধা।