কথাটা নয়তো মোটে উড়ো
যুবক থেকে হলাম বুড়ো
একই চেয়ারে থেকে,
শুধু পদোন্নতির স্বপ্ন দেখে
চুল, দাঁড়ি, গোঁফ একে একে
সবই গেল পেকে।
তবু আজো কোন পদেই
পাইনি পদোন্নতি,
তাতে কর্তার কি আসে যায়
হলে আমার ক্ষতি !
যা নীট বেতন পাই প্রতিমাসে
প্রমোশন পেলেও তাইতো আসে
শুধু পদবিটা বদলে গিয়ে
হতাম অফিসার,
তখন দামটা বেড়ে হত আমার
শূন্য থেকে হাজার।
আর সেই সুবাদে আমার খুকীর
বিয়ের সম্বন্ধোটা আনত শুকীর
যুবক এক ডাক্তার,
কিন্তু করণিক পদ দেখেই আমার
দেয় সে পগারপার।
মনের দুঃখ বুঝবে কি ভাই অন্যে,–
আজ শুকীর বিয়ে ভেঙ্গে গেছে
শুধু পদবিটার জন্যে।