বোশেখ শেষে খালার দেশে
পাকছে লিচু, জাম
এবার যাব, ডালিম খাব
আনব পাকা আম।
বাঁশ বাগানের ছায়ায় ঘেরা
পদ্মদীঘির ঘাট,
সবুজ ক্ষেতে বাতাস দোলে
ভরা শ্যামল মাঠ।
সেথায় গেলে দিন কাটাব
সবার সাথে হেসে,
ভাই-বোনেরা আয় ছুটে যাই
আমার খালার দেশে।
পাখি সেথা গান গেয়ে যায়
দোলে ডালিম ফুল,
সেথা ঝোপের ভেতর ঝুমকা লতা
দোলে দোদুল দুল।
বোশেখ শেষে খালার দেশে
যখন কাঁঠাল পাকে
মনটা তখন সেথায় যেতে
উদাস হয়ে থাকে।
ফুলের বাসে প্রজাপতি
আসে নানান বেশে,
এই গ্রীষ্মের ছুটি হলেই
যাব খালার দেশে।
রংপুর জেলার শেরপুর গ্রামে
আমার খালার বাড়ি,
পথের ধারে বাড়ির পাশেই
আম-কাঁঠালের সারি।