ছোট্ট মেয়ে শায়লা আমার
দারুণ সে চটপটে,
তাইতো ওযে আমার কাছে
বড় আদরেরও বটে।
আমি হলে তার খেলার সাথে
বেজায় খুশি হয়,
খেলতে গিয়ে আমাকে তার
ঘোড়া হতে কয়।
তাই বাবাকে তার বানিয়ে ঘোড়া
ধরে দুটি কান,
এই ঘোড়ার পিঠে পা দুলিয়ে
আনন্দে গায় গান।
আমি নাকি তার টাটটু ঘোড়া
খাওয়ায় মিছে পানি,
এমনি করে মাতিয়ে তোলে
আমার হৃদয়খানি।
কখনো আবার ম্যাডাম সেজে
পুতুল গুলোর পড়ায়,
একটু খানি মুচকি হেসে
অংক তাদের করায়।
মাঝে মাঝে পুতুল গুলোর
বেত্র দিয়ে মারে,
বলে, ‘কেন হয়নি পড়া
দুষ্ট মেয়ে আরে !`
মেয়ের এমন কাণ্ড দেখে
পাই যে কেবল হাসি,
ধমক দিয়ে বলে আমায়
‘হাসবে নাতো বেশী।`