টুম্পামণির বিড়াল ছানা
হারিয়ে গেছে কাল,
সেই দুখেতে টুম্পা কেঁদে
চোখ করেছে লাল।
ধূসর রঙের বিড়ালছানা
তুলতুলে তার শরীরখানা
রাত্রি হলে সোফার 'পরে
থাকত শুয়ে রোজ,
কোথায় গেছে তার সে বিড়াল
পায়নি আজো খোঁজ।
বিড়াল ছানার নাম যে টুকুল
জানিয়ে দিলাম তা
দেখলে তারে মোবাইল করে
দিয়েন খবরটা।
হারিয়ে ফেলে টুম্পা তাকে
টুকুল টুকুল করে ডাকে
কিন্তু টুকুল আসে না আর
খায় না যে দুধভাত,
মনের দুখে টুম্পা কেঁদে
কাটায় সারা রাত।