তাই তাই তাই তাই
কে দিল তার বাড়া ভাতে ছাই !
বিদেশ থেকে এসেই দেখেন
মন্ত্রি পদ তার নাই।
তাই তাই তাই তাই
বলতে আরো চাই–
কথায় কথায় কারে অমন
ধমক দেবেন তাই ?
এখন পাবেন কয়টি চাকর
কে মাখাবেন তেল ?
আপনে শোকে জাদু পাথর হয়ে
করবে যে হার্টফেল।
আর অপকর্মের বিচার হলে
নির্ঘাত হবে জেল।
তার প্রাপ্য ছিল একটি গাড়ি
দুইটি ছিল ফাও,
মন্ত্রি বলে গায়ের জোরেই
নিতেন অবৈধটাও
লুটেপুটে খেয়ে সরকারের
বাড়ান ভূঁড়িটাও।
ওরে সবাই শোনেন বলি ভাই
এখন মামুর সেই ক্ষমতা নাই
আগে যেমন হুঁম করলেই
অফিস কিংবা বাসায়,
চামচারা সব দৌঁড়ে এসে
মাথায় তুলে নাচায়
পানি চাইলেও শরবত এনে
দিতো যে চামচায়।
আজ ঘন্টার পর ঘন্টা বসে
ডাক পাড়লেও শত
কেউতো কাছে আসে না তার
ছুটে আগের মত,
আর হুজুর হুজুর করে না কেউ
আজকে অবিরত।
তাই তাই তাই তাই
কে দিল তার বাড়া ভাতে ছাই !
আজ কোথায় গেল তিনটি গাড়ি
একটিও যে নাই।