এক যে ছিল মুটকু বেড়াল
নাম ছিল তার কেট,
চুরি করে খেয়ে বানায়
নাদুস নুদুস পেট।
হাঁটে যখন দুষ্ট বেড়াল
করতে থাকে চুরির খেয়াল,
চুরি ছাড়া সে কোন কিছুই
ভাবে না একবারো,
হাঁস-মুরগী সব সাবাড় করে
খেতে চায় যে আরো।
পেটের ভারে হাঁটতে কেটের
কষ্ট ভীষণ হয়,
তবু চুরি করে খাওয়ার চিন্তা
মনে যে তার রয়।
চোরের কাজ তো চুরি করা
ভাবে না সে পড়বে ধরা,
আবার একদিন করতে চুরি
পড়ল কেট এক ফাঁদে,
শেষে ধরা পড়ে কিলের চোটে
মিঞাঁও মিঞাঁও কাঁদে !