ছোট্ট ছেলে লাবিব
নিজকে বলে লোপা,
ওড়না দিয়ে মাথায়
বাঁধে বিরাট খোঁপা।
পানি ছাড়াই খোঁপা
হঠাৎ ভিজে যাওয়ায়–
চেয়ারে বসে একা
শুকায় ফ্যানের হাওয়ায়;
লোপা সেজে খোঁপায়
গোঁজে কদম ফুল,
হেসে বলে, আমার
কত্তো বড় চুল।
মাঝে মাঝে দেখি
কখনো বিকেল বেলা,
আপুর জামা গায়ে
খেলছে পুতুল খেলা।
যখন সাজে লোপা
দেখলে তখন চেয়ে–
মনে হবে ছেলেতো নয়
ঠিক যেন সে মেয়ে।