একটা কুকুর সকাল দুপুর
করত শুধু ঘেউ,
সেই ভয়েতে ধার দিয়ে তার
আসত না আর কেউ।
তবু সুযোগ পেলে কামড় মারে
নিরীহ লোক জনে,
কুকুরটারে দেখলে সবাই
হায়না ভাবে মনে।
ঐ কুকুরটারে করতে হবে
একটা বিহিত গতি,
নইলে শেষে দেশের দশের
হবে বিরাটা ক্ষতি।
তাইত সকল দেশের মানুষ
দিলাম একদিন তাড়া,
তাড়া খেয়েই কুকুরটার ওর
আস্তানা হয় ছাড়া।
এখন শুনি সেই কুকুরটা
পালিয়ে গিয়ে সেদিন
আছে নাকি বি-বাড়ীয়ায়
‘ সৈয়দ বাড়ীর‘ অধীন।