ছোট্ট খোকা লাবিব সোনা
কেবল করে খেলা,
খেলতে গিয়ে প্রতিদিনেই
ঘটনা ঘটায় মেলা
বাবার জুতো পায়ে দিয়ে
হাঁটতে গিয়ে ঘরে–
হোঁচট খেয়ে ধপাস করে
বালতিতে যায় পড়ে।
লাল টুকটুক মরিছ দেখে
হাসে হিহি হা হা
মুখে দিয়ে ঝালের চোটে
করে উহূ আহা !
এইতো সেদিন চুন দেখে সে
ভাবে বুঝি দই,
তাইতো খেয়ে বাছাধনের
মুখ পুড়েছে ঐ।
বাবার চশমা চোখে দিয়ে
হাঁটেন যেন বাবু,
অমনি হঠাৎ পিছলে পড়ে
দাঁত ভেঙে হয় কাবু।