রোজেই আমি সকাল বেলা
যখন পড়ি বই–
আব্বা বলেন, দেখতো বাবা
লাঙ্গলখানা কই।
তাইত খুঁজি লাঙ্গল জোয়াল
কিংবা ধরো মই,
খুঁজতে গিয়ে সময় যে যায়
পড়ব কখন বই ?
যখন আমি ঠিক করেছি
বসব কেবল পাঠে–
আব্বা বলেন, গরুগুলো
নিয়ে যারে মাঠে।
তাই গরুগুলো চরাতে
মন দিলাম না পড়াতে।