ও আমি ক্যান যে আসিলাম
আজব ঢাকা শহরে,
ঢাকা আইসারে ভাই আমি যে তাই
পড়লাম ফাঁপরে।
ঢাকায় নাকি টাকা ওড়ে
উড়াল টাকা সবাই ধরে
সেই লোভেতে আমিও যে
আইলাম ঢাকাতে।।
আইসা দেখি সরষার ফুল
মোর ধারনা বেবাক ভুল
দিন দোপরে হাইজাকারে
হাইজাক কইরা পথের ধারে
প্রকাশ্যে ঘোরে।
গলির মোড়ে রাস্তা ঘাটে
পকেটমারে পকেট কাটে
উচিৎ কথা যায় না বলা
রাস্তা দিয়াও যায় না চলা
মাস্তানের ডরে।।
খুন খারাবি দেখি রোজ
কেউ রাখে না কারোই খোঁজ
মানুষগুলো এমন কেন
স্নেহ-মায়া কিছুই যেন
নাইরে অন্তরে।
আজব শহর ঢাকায় আইসা
চোখের জলে গেলাম ভাইসা
যা ছিল মোর টাকা-কড়ি
কাইড়া নিল যুক্তি করি
ছয়জন বখাটে।।