আজ যুগ ভাল নাই নির্ভয়ে তাই
সত্য বলাও যায় না,
হঠাৎ কখন কারে এ্যাটাক করে
ঐ মানুষরূপী হায়না ।
তাই শুইলে পরে ভীষণ ডরে
নেইকো চোখে ঘুম,
ওরা রাত দুপুরে খুন যে করে
লাশ করে সব গুম।
ওরা এই সমাজের মানুষ যে ভাই
এই সমাজেই বাস–
ওরা টাকার মোহে অন্ধ হয়ে
লোকের করছে সর্বনাশ !
এস আমরা সবাই নিন্দা জানাই
জানাই ওদের ধিক্
ওরা পশু থেকে মানুষ হওয়ার
আবার শিক্ষা নিক।
দেখ আমরা মানুষ ওরাও মানুষ
তফাৎ কিসে ভাই ?
আসলে মুখোশধারী মানুষ ওরা
ওদের মনুষ্যত্ব নাই।