খুব সকালে কে ওঠে রোজ
সূর্য ওঠার আগে,
ছোট্ট খোকা লাবিব সে যে
ভোরে না হতেই জাগে।
গাছের ডালে পাতার ফাঁকে
কিচির মিচির পাখি ডাকে,
সে ডাক শুনে লাবিব সোনার
ঘুম ভেঙে যায় ভোরে,
তখন বিছানা ছেড়ে ছুটাছুটি
করে ঘরে–দোরে।
আধো আধো ডাক শুনে তার
উঠে ঊষাকালে–
আদর করে দেই যে তারে
একশ চুমু গালে।
ছোট্ট খোকা লাবিব সোনা
আঁধার রাতে চাঁদের কণা,
কাঁদলে যেন মুক্তা ঝরে
হাসলে পড়ে মানিক,
তাইতো তারে কোলে নিয়ে
আদর করি খানিক।
এমন সোনা জাদু মণি
নেইকো যাদের ঘরে–
তার মতো কেউ নেইরে দুঃখী
এ পৃথিবীর 'পরে।
কিসের টাকা কাঁড়ি কাঁড়ি,
কিসের এত গাড়ি বাড়ি ?
লাবিব সোনার মতো যদি
না থাকে কোন জন–
তবে কষ্ট করে উপার্জিত
কে খাবে এ ধন ?
(তাই) লাবিব সোনার মতো সবার
একটি ছেলে চাই,
ছেলের মুখে 'মা' ডাক শুনে
বুক জুড়ে যাক ভাই।
লাবিব সোনার মিষ্টি হাসি
বাজায় প্রাণে সুখের বাঁশি
ঐ তো আমার সাত রাজার ধন
সুখের মানিক জোড়,
তারে নিয়েই স্বপ্ন দেখে
হয় যে নিশি ভোর।