যদি বলি–
এই সমাজের খারাপ মানুষ
তোমার চোখে কারা
বলবে,পিচ্চি হান্নান,কালু মাস্তান
করে অপকর্ম যারা।
ওরা মানুষের করে অনিষ্ট,
তাইত সমাজে ওরা নিকৃষ্ট।
তবে আমরা এও জানি
বলেন যত জ্ঞানী গুণী–
ওদের চেয়ে ওদের মদদ দাতাই
অনেক বেশী নিকৃষ্ট,
সমাজের যত সন্ত্রাস আর নৃশংসতা
সব ওদেরই সৃষ্ট।
ওরা সদা ধরা ছোঁয়ার বাইরে থাকে
হয় না বিচার কিচ্ছু,
ওরা সমাজের এক কেউটে যে সাপ
না হয় কোন বিচ্ছু।
ওদের কাছে জিম্মি সবাই
ওরা খুন খারাবি করে সদাই
কোন মমত্ববোধ বলতে যে নাই
তাই পশু ওরা বন্য,
ওরা মানুষ হয়েও আজ সবার কাছে
পশুর চেয়েও জঘন্য।